তরুণীর সঙ্গে নেইমারের গোপন সম্পর্ক ঘিরে হইচই শুরু
বাংলা নিউজ নেটওয়ার্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৩, ৮:২২ মিনিট
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শেষে ফ্রান্সে গিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। পিএসজির হয়ে প্রথম ম্যাচে মাঠে নামলেও ছিলেন না দ্বিতীয় ম্যাচে। ছুটি নিয়েছিলেন দেশে যাওয়ার জন্য। সবাই ধারণা করেছিলেন তিনি পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে যাবেন। কিন্তু তা তিনি করেননি। এসবের মধ্যে নতুন এক তরুণীর সঙ্গে গোপন সম্পর্কের জেরে শুরু হয়েছে হইচই।
ব্যক্তিগত জীবনে প্রচুর পার্টি করতে ভালোবাসেন নেইমার। একাধিক নারীসঙ্গও তার অন্যতম নেশা। তাই তার বান্ধবীর তালিকাটাও বেশ বড়। সেই তালিকায় যুক্ত হয়েছে নতুন তরুণী জেসিকা তুরিনি।
এর আগে ব্রুনা, লারিসা, থাইলা আয়লা, কারোলিনা, বারবারা ইভানস, লারিসা অলিভেইরার মতো মডেলদের সাথে নাম জড়িয়েছিল নেইমারের। এবার সেই তালিকায় জেসিকা তুরিনিও যোগ হয়েছেন।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘জিশোডটগ্লোবো’র প্রতিবেদন অনুযায়ী, নেইমার নতুন সঙ্গী জুটিয়েছেন। তার নাম জেসিকা। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন। এখন তিনি মডেলিংয়ের পাশাপাশি অনলাইনে মানুষকে অনুপ্রাণিত করার কাজ করেন।
কাতার বিশ্বকাপ চলাকালে আলোচনায় আসেন জেসিকা। এক ম্যাচে নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা লোগোতে চুমো আঁকেন জেসিকা। কিন্তু এতেই তো আর প্রেম হয়ে যায় না। নেইমারের জন্য অসংখ্য তরুণী এমন পাগলামি করেন।
তবে জিশোডটগ্লোবো দাবি করেছে, নেইমারের নিউ ইয়ার পার্টিতে আমন্ত্রিতদের মাঝে ছিলেন ব্রাজিলিয়ান মডেল জেসিকা তুরিনি। ওই ঘটনা থেকেই গুঞ্জন রটে যায়, সাও পাওলোর ৩০ বছর বয়সী এই মডেল হয়তো নেইমারের নতুন প্রেমিকা। যদিও জেসিকাকে নিয়ে কোনো মন্তব্য করেননি নেইমার। কোনো সঙ্গীকে নিয়েই মন্তব্য করেন না ব্রাজিলের এই পোস্টারবয়।