ব্রিটেনে গরমের রাতে জানালা দিয়ে পরে প্রা’ণ হারালো ২০ বছরের তরুণী
বাংলা নিউজ নেটওয়ার্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২২, ১২:৩১ মিনিটযু’ক্তরাজ্যে বছরের সবচেয়ে উষ্ণতম রাতে শীতল হওয়ার জন্য জানালার পাশে দাঁড়ালে সেখান থেকে পরে এক তরুণীর মৃ’ত্যু হয়েছে। গত সোমবার সকালে ম’রদেহ উ’দ্ধারের এই ঘটনা ত’দন্ত করছে পু’লিশ।
প্রতিবেশীরা জানান, ২০ বছর বয়সী ওই তরুণী জানালা দিয়ে ৪০ ফুট নিচে মাটিতে পড়ে যায়। পরে তাকে জানালার নীচে মৃ’ত অবস্থায় পাওয়া উ’দ্ধার করা হয়। তারা আরও জানান, মৃ’তদেহ উ’দ্ধার হওয়ার আগে কয়েক ঘন্টা তরুণীর ম’রদেহ নিচে পরে ছিল। এদিকে এই তরুণীর মা’রা যাওয়ার কারণ এখনো উদঘাটন করতে পারেনি পু’লিশ। তবে ত’দন্তের জন্য ২১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রে’প্তার করেছে পু’লিশ। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এর আগে গত সোমবার ভোর ৫টায় হেয়ারফোর্ডের গ্রিন স্ট্রিটে একটি তিনতলা লাল ইটের ভিক্টোরিয়ান বাড়িতে জরুরি পরিষেবাগুলোকে ডাকে স্থানীয়রা।
এদিকে মা’রা যাওয়া তরুণীর পরিচয় প্রকাশ করেনি পু’লিশ। তরুণীর নিকটাত্মীয়দের তার মৃ’ত্যুর কথা জানিয়েছে পু’লিশ। ওই বাড়ির কাছাকাছি বসবাসকারী ১৯ বছর বয়সী কেইরন রিচার্ডস বলেন, মেয়েটি সেখানে থাকে না তবে উপরের তলায় ভাড়া দেওয়া গ্রে’প্তার হওয়া ছে’লেটির সাথে থাকত। আমি শুনেছি সে এবং আরও কয়েকজন তাকে সেখানে রেখে গিয়েছিল। জানা গেছে, বাড়িটি আনুষ্ঠানিকভাবে শেক্সপিয়ার টেরেস নামে পরিচিত।
বাড়ির মালিক জন ক্রিয়াসিয়া বলেন, আমি সোমবার সকাল ৫টা ৩০ মিনিটে উঠে দেখি পু’লিশ আমা’র বাগানে আসছে৷ এরপর আমি সেখানে ম’রদেহ দেখতে পাই।