সুনামগঞ্জে কলেজছা’ত্রীর সঙ্গে ৫১ সেকেন্ডের অশ্লীল ভিডিও, যুবক আ’ট’ক
বাংলা নিউজ নেটওয়ার্ক
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২২, ৬:৩৭ মিনিটসুনামগঞ্জে এক কলেজছা’ত্রীর সঙ্গে ৫১ সেকেন্ডের অশ্লীল ভিডিও ও শ্লীলতহানির অ’ভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জ’ড়িত থাকার অ’ভিযোগে মোহাম্ম’দ মানিক মিয়া (২৬) নামে এক যুবককে আ’ট’ক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২২ জুলাই) উপজে’লার ম’রটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় একই দিন ভুক্তভোগী ওই কলেজছা’ত্রী সুনামগঞ্জ সদর মডেল থা’নায় অ’ভিযোগ দায়ের করেন।
মোহাম্ম’দ মানিক মিয়া একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাব জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টায় ওই কলেজছা’ত্রী সুনামগঞ্জ শহরের একটি আবাসিক এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিলেন। পথে ম’রটিলা এলাকার একটি গলিপথে অবস্থান নেন মানিক মিয়া। এ সময় ওই কলেজছা’ত্রীর শ্লীলতাহানি করেন তিনি। পরে মে’য়েটির দিকে তাকিয়ে মানিক নানান অশালীন আচরণ করেন। এরপর ওই কলেজছা’ত্রী নিজেকে রক্ষায় সড়কের পাশে একটি বাসার দুই তলায় আশ্রয় নিয়ে চি’ৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন। এ সময় বখাটে মানিক পালিয়ে যান। পুরো ঘটনা একটি বাসার সিসি টিভি ক্যামেরায় ধ’রা পড়ে।
সিসিটিভির ক্যামেরায় ধারণ করা ফুটেজসহ বিষয়টি সুনামগঞ্জ র্যাব সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ককে জানানো হয়। এরপর র্যাব মানিককে আ’ট’ক করে সুনামগঞ্জ সদর মডেল থা’নায় সোপর্দ করে। এ ঘটনায় ওই কলেজছা’ত্রী বাদি হয়ে বখাটে মানিকের বি’রুদ্ধে একটি মা’মলা দায়ের করেন।
সুনামগঞ্জ সদর মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে থা’নায় একটি অ’ভিযোগ দায়ে করেন।
সুনামগঞ্জ র্যাব সিপিসি-৩ এর অধিনায়ক সিঞ্চন আহমেদ জানান, র্যাব সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে অ’ভিযু’ক্ত মানিক মিয়াকে আ’ট’ক করেছে।