মৌলভীবাজারের চিকিৎসক আ’মেরিকায় সড়ক দুর্ঘ’টনায় নি’হত
বাংলা নিউজ নেটওয়ার্ক প্রকাশিত হয়েছে : ১৫ এপ্রিল ২০২২, ৪:১৩:৩৫ অপরাহ্ন

মৌলভীবাজারের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ আ’মেরিকায় সড়ক দুর্ঘ’টনায় নি’হত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আ’মেরিকার রচেস্টার বাফেলোতে সড়ক দুর্ঘ’টনায় তিনি মৃ’ত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আ’মেরিকার রচেস্টার বাফেলোর কাছে সড়ক দুর্ঘ’টনায় নি’হত হন। এ ঘটনায় তার স্ত্রী’ ও শ্যালক গুরুতর আ’হত হয়েছেন।
ডা. কেফায়েতুল্লাহর ফুফাতো বোন তাহসিন অর্ণি জানান, আমা’র ভাই ডা. কেফায়েতুল্লাহ আ’মেরিকায় সস্ত্রী’ক বেড়াতে গিয়েছিলেন।আমাদের ভাবি এ মুহূর্তে আইসিইউতে আছেন। তিনি একজন প্রা’ণচঞ্চল মানুষ ছিলেন। তিনি আ’হতদের জন্য সকলের কাছে দোয়া চান।
ডা. সৈয়দ কেফায়েতুল্লাহ মৌলভীবাজার শহরের বনবীথি এলাকার বাসিন্দা। তিনি মৌলভীবাজারের একজন জনপ্রিয় চোখের চিকিৎসক হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃ’ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।