টাকায় মেলে জাল পাসপোর্ট, দালালের সাথে যু’ক্ত কর্মক’র্তারাও
বাংলা নিউজ নেটওয়ার্ক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২২, ২:৫৭:৫৮ অপরাহ্ন

জাল পাসপোর্ট তৈরিতে লাখ টাকা। এছাড়া অসদুপায়ে অন্য সেবা পেতে আলাদা ঘুষের রেট নির্ধারণ করে রেখেছে পাসপোর্ট অফিসের দালাল চক্র। তাদের সাথে পাসপোর্ট অফিসের কর্মক’র্তা-কর্মচারীদের একটি চক্র এ দু’র্নীতির সাথে জ’ড়িত। ৬৯ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সক্রিয় এই চক্রের সদস্যদের তথ্য চেয়ে পাসপোর্টের অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে দুদক ।
সরকারি নিয়মে আবেদন করলে পাসপোর্ট পেতে ভোগান্তির শেষ নেই। কিন্তু দালালের মাধ্যমে ঘুষের টাকা দিলেই সেবা পাওয়া যায়। একই চিত্র ঢাকাসহ দেশের প্রায় সব আঞ্চলিক পাসপোর্ট অফিসে।
দুদক কমিশনার জহুরুল হক বলেন, সম্প্রতি দেশের ৬৯ আঞ্চলিক পাসপোর্ট অফিসের দু’র্নীতি নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদকের দল। অনেকদিন ধরে এইখাতে দু’র্নীতির অ’ভিযোগ থাকলেও, নতুন অনুসন্ধানে বেরিয়ে আসছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। সেবা পেতে হলে গ্রাহকদের ক্ষেত্র বিশেষে ঘুষ দিতে হয় ৩ হাজার টাকা থেকে ১ লাখ টাকা। তবে নির্দিষ্ট দালাল মাধ্যম ছাড়া নেয়া হয় না ঘুষের টাকা।
এই নতুন ধাঁচের দু’র্নীতির সাথে জ’ড়িত রয়েছেন পাসপো্র্ট অফিসের কয়েক শত কর্মক’র্তা কর্মচারী ও দালাল। পাসপোর্ট অফিস থেকে এরইমধ্যে দু’র্নীতিবাজ কর্মীদের তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়া গেলেই সুনির্দিষ্ট অ’ভিযোগের ভিত্তিতে মা’মলা করা হবে বলে জানায় দুদক।