মেসি ম্যাজিকে উরুগুয়েকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা, হোচট খেলো ব্রাজিল
বাংলা নিউজ নেটওয়ার্ক প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০২১, ১:০১:০৪ অপরাহ্ন

আগের ম্যাচে দারুণ খেলেও প্যারাগুয়ের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি আর্জেন্টিনা। তবে এবার লিওনেল মেসি দলকে সামনে থেকেই নেতৃত্ব দিলেন। গোল করে দলকে এগিয়ে দিলেন। পুরো ম্যাচেই স্বপ্রতিভ ছিলেন আর্জেন্টাইন খুদেরাজ। তাতে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরেছে আলবিসেলেস্তেরা।
বুয়েনস আইরেসে সোমবার লাতিন আ’মেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। মেসি দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমা’র্ধেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দে পল। দ্বিতীয়ার্ধে জালের দেখা পান লাউতারো মা’র্তিনেস। তবে ব্যবধান আরো বেশী হতে পারতো, উরুগুয়ান গোলরক্ষকের অসাধারন কয়েকটি সেইভে গোল ব্যবধান কম থাকে।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে রীতিমত উড়ছিল ব্রাজিল। যে দলই তাদের সামনে পড়েছে, চোখেমুখে অন্ধকার দেখেছে। সেলেসাওদের জয়রথ অবশেষে থামালো কলম্বিয়া।
কলম্বিয়ার বারাংকিইয়ায় রোববার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এতে টানা ৯ জয়ের পর অবশেষে পয়েন্ট ভাগাভাগি করেছে তিতের দল।