জ্বলে-পুড়ে ছাই শুটিংয়ের সেট, স্থগিত প্রভাস-সইফ অভিনীত ছবি
বাংলা নিউজ নেটওয়ার্ক প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:৪২:৩১ অপরাহ্ন
শুটিং শুরুর প্রথম দিনেই প্রভাস ও সাইফ আলি খানের ‘আদিপুরুষ’ নিয়ে বিপত্তি। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এর সেট।
জানা গেছে, মঙ্গলবার সকালে মুম্বাইয়ে শর্ট সার্কিট থেকে আদিপুরুষের সেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এছাড়া এদিন সাইফ ও প্রভাসের কেউই উপস্থিত ছিলেন না সেটে। ভিএফএক্স এর কাজ করতে উপস্থিত ছিলেন পরিচালক ওম রাউত ও মারাঠি অভিনেতা সূর্য।
উল্লেখ্য, ‘আদিপুরুষ’ ছবিতে রাম-এর ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। অন্যদিকে সাইফ আলি খান অভিনয় করবেন লঙ্কেশ্বর রাবণের ভূমিকায়।