May 29, 2020

কুলাউড়ায় সাইফুল হক খালেদের খাদ্যসামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ মহামারি করোনাভাইরাসের ভয়াল ছোবলে সারা বিশ্ব কার্যত লকডাউন। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে বাংলাদেশসহ সারা বিশ্বের কোটি কোটি মানুষ। করোনায় সবচেয়ে করুণ অবস্থা দিনমজুর ও দুস্থ মানুষের। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ে বর্তমানে তারা এক ভয়াবহ সময় পার করছে। এই দুর্যোগময় ও বিভীষিকাময় পরিস্থিতিতেও বিশ্বব্যাপী সরকারের পাশাপাশি  এগিয়ে এসেছেন ।  খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে  চাল, ডাল,চানা, তেল, পেয়াজ, লবণ।
কুলাউড়া উপজেলার বিভিন্ন যায়গায় সৈয়দ শাহ রাশিদ আলী ফাউন্ডেশনের আয়োজনে লন্ডন প্রবাসী সাইফুল হক খালেদের অর্থায়নে  ৮ম দাপে    অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ মে   অর্ধশতাধিক দুস্থ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক সমিতির সভাপতি মুক্তাদির হোসেন,  বীর মুক্তিযোদ্ধা মছব্বির আলী,  প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ সাকিল, সিলেটভিউ এর নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ,  এনামুল আলম, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুয়েল,  ফাউন্ডেশনের নির্বাহি সদস্য হাসিনা আক্তার   প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ