March 31, 2020

কুলাউড়ায় সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে মুজিববর্ষ উদযাপন

কুলাউড়া প্রতিনিধিঃ সাউথইস্ট ব্যাংক লিমিটেড কুলাউড়া শাখার আয়োজনে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন করা হয়।
সাউথইস্ট ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুর রবের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সকাল ১০টায় ১০ মিনিটের প্লে-কার্ড প্রদর্শন কর্মসূচী পালন করেছেন। এরপর ব্যাংক কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, খালেদ পারভেজ বখশ, ব্যাংক কর্মকর্তা সোয়েবুর রহমান, খোকন মিয়া, জিয়াউর রহমান চৌধুরী, একেএম শামসুল ইসলাম, আব্দুস সহিদ, সাংবাদিক মাহফুজ শাকিল, এস আর চৌধুরী অনি প্রমুখ। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুর রব ব্যাংকের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুজিববর্ষে সফলতা কামনা করেন।

 

সর্বশেষ সংবাদ