April 1, 2020

জুড়ীতে মুজিববর্ষ পালন

জুড়ী প্রতিনিধি : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জুড়ীতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদসহ দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহের নেতৃত্বে ধামাই চা বাগান হাসপাতালে যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার এবং মা ও নবজাতকের স্বাস্থ্য বিষয়ক কর্মসূচী মা সমাবেশ অনুষ্টিত হয়। এতে ৪৫জন গর্ভবতী মহিলাদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও এএনসি চেকআপ করা হয়। এদিকে মুজিববর্ষ উপলক্ষে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।

সর্বশেষ সংবাদ