May 24, 2020

প্রভাষক আব্দুল কাদির স্মরনে জুড়ীতে আলোচনা সভা

জুড়ী প্রতিনিধি :  সিলেট বিভাগ উন্নয়ন সংস্হার প্রেসিডেন্ট, জুড়ীর হযরত শাহখাকী (র) ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হাফিজ আব্দুল কাদির স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থীবৃন্দ। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় মাদ্রাসার অধ্যক্ষ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও মাও আব্দুল জলিলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম মাস্টার।বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য জাকির আহমদ কালা, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আনোয়ারুল ইসলাম পারুল,উপজেলা আল ইসলাহ সভাপতি মাও আব্দুশ শহিদ, জায়ফর নগর ইসলামিয়া মহিলা মাদ্রাসার সুপার মাও রফিকুল ইসলাম,জুড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিএম বদরুল ইসলাম, নওয়া বাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক জায়েদ খান,বাহাদুর মোহাম্মদীয়া মাদ্রাসার সুপার মাও সামছুল ইসলাম,কাজী ময়নুল ইসলাম, মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য সুজন আহমদ,মাদ্রাসার সাবেক শিক্ষার্থী রফিকুল ইসলাম,জহিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,মাওলানা আব্দুল কাদির ছিলেন ইসলামের একজন সত্যিকার খাদেম। মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি তিনি সামাজিক সংগঠন করে সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা সর্বমহলে প্রশংসিত।

সর্বশেষ সংবাদ