May 25, 2020

সমাজের দরিদ্র মানুষের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে-কামাল রব

সিলেট প্রতিনিধি : বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা, সিলেট ডেভেলপমেন্ট একাডেমির পরিচালক কামাল রব বলেছেন, সমাজের দরিদ্র মানুষের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে কেননা দরিদ্র জনগোষ্ঠী আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ এদেরকে পিছনে রেখে সমাজের উন্নয়ন সম্ভব নয়। আমাদে দেশে অনেক বিত্তশালী রয়েছেন যারা নিজেদের বিলাসিতা নিয়েই ব্যস্ততায় সময় পার করছেন। যা মোঠেই ঠিক নয়। প্রবাসীদের মত সমাজের কল্যাণে বিত্তশালীদের উদার মনে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, প্রবাসীরা দেশে এসে তাদের কষ্টার্জিত টাকা খরচ করেন যার ফলে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ে। কিন্তু সেই রেমিট্যান্স যোদ্ধারা দেশে আসলেই নানান ভাবে হয়রানির শিকার হন যা রোধে সরকারকে আরো কঠোর হতে হবে। গত ৬ আগস্ট নগরের জিন্দাবাজারস্থ পাচ ভাই রেস্টুরেন্টে তিন প্রবাসীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে যা খুবই বেদনাদায়ক, আমি এসব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিনি, ১১ আগস্ট রবিবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ঈদ উল আযহা উপলক্ষে এ মুসলিম হোপ ফাউন্ডেশন এর উদ্যোগে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ মুসলিম হোপ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব মুসলিম আলী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সমাজসেবীকা মকবুল নেসা, রানীগঞ্জ ইউনিয়নের সাবেক মেম্বার ফারুক মিয়া, আক্কাস মিয়া, রুবেল মিয়া, জাবেদ মিয়া, নাহিদ আহমদ প্রমুখ।

সর্বশেষ সংবাদ