February 22, 2020

কমলগঞ্জে বিশ্ব মশা দিবসে মশক নিধন

কমলগঞ্জ প্রতিনিধি : বিশ্ব মশা দিবসে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা, মশক নিধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর নেতৃত্বে কমলগঞ্জ থানা ভবন এলাকায় এক শোভাযাত্রা বের হয়। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, পৌর কাউন্সিলরসহ পুলিশ সদস্যবৃন্দ। শোভাযাত্রা শেষে কমলগঞ্জ থানা ভবনসহ বিভিন্ন স্থানে মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়।

দেশে যখন ডেঙ্গু রোগ দুর্যোগে পরিণত, হাসপাতালে ভর্তি হাজার হাজার ডেঙ্গু রোগী এই অবস্থায় মঙ্গলবার পালিত হয় বিশ্ব মশা দিবস। সম্প্রতি বাংলাদেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বরে মারা যাওয়ার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ সংবাদ