November 23, 2019

যেভাবে আবাসিক এলাকায় আছড়ে পড়ল পাক বিমান (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আবাসিক এলাকায় একটি বাড়ির ছাদে বিমান আছড়ে পড়ে পাঁচ সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পাইলটও রয়েছেন। বিমানটি বিধ্বস্ত হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। বিমানটি বিধ্বস্তের মুহূর্তটি ১২ মিনিট ১৮ সেকেন্ডের ওই ভিডিওতে ধারণ করা হয়।

এদিকে সোমবার রাতের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ বেসামরিক লোক। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্ধারকাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ফারুক বাট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। খবর গালফ নিউজের।

সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন। এ ছাড়া যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে ১২ বেসামরিক লোকও নিহত হয়েছেন।

তবে বিধ্বস্ত ছোট ওই প্রশিক্ষণ বিমানটি কোন মডেলের ছিল তা জানা যায়নি।

সর্বশেষ সংবাদ