
এ সময়ে বাংলাদেশ খেলবে ছয়টি টেস্ট সিরিজ। প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। দুই বছরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ১৪টি টেস্ট খেলবেন টাইগাররা। সাতটি ঘরে ও সাতটি বাইরে।
চলতি বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপ শুরু করবেন টাইগাররা। প্রতিবেশী দেশের মাটিতে হবে সিরিজটি। ২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন সাকিব-মুশফিকরা। দুই ম্যাচ টেস্ট সিরিজটি আয়োজিত হবে পাক ডেরায়। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।
২০২০ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ দুর্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। পরবর্তী সিরিজটি হবে শ্রীলংকায়। সেখানে তিনটি টেস্ট খেলবে সাকিব আল হাসানের দল। ২০২০ সালের জুলাইয়ে হবে সিরিজটি।
লংকা সফরের পর আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আর ২০২১ সালের জানুয়ারিতে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে সাকিব বাহিনী।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সিরিজসমূহ-
- নভেম্বর ২০১৯: ভারত-বাংলাদেশ, দুই ম্যাচ; ভারতে
- জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২০: পাকিস্তান-বাংলাদেশ, দুই ম্যাচ; পাকিস্তানে
- ফেব্রুয়ারি, ২০২০: বাংলাদেশ-অস্ট্রেলিয়া, দুই ম্যাচ; বাংলাদেশে
- জুলাই-আগস্ট, ২০২০: শ্রীলংকা-বাংলাদেশ, তিন ম্যাচ; শ্রীলংকায়
- আগস্ট-সেপ্টেম্বর, ২০২০: বাংলাদেশ-নিউজিল্যান্ড, দুই ম্যাচ; বাংলাদেশে
- জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, তিন ম্যাচ; বাংলাদেশে