January 24, 2020

কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র‌্যালী,পোনা অবমুক্তি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জগলুল হায়দার এর পরিচালনায় পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ নুরুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন,যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব,পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন,ইউপি চেয়ারম্যান এম এ রহমান আতিক ও নবাব আলী বাখর খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুচনা প্রকল্পের হাবিবুর রহমান ও মৎস্য চাষী কুতুব উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভাশেষে উপজেলার ৩ সফল মৎস্যচাষি কুতুব উদ্দিন চৌধুরী, জুলেখা আক্তার ও হুমায়ুন রশীদ খছরুকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। ইউএনও মুহাম্মদ আবুল লাইছ মৎস্য চাষে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন প্রাকৃতিক মৎস্য উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশের ৩য় স্থান অর্জনের সাফল্যকে আগামীতে আরো এগিয়ে নিয়ে যেতে মৎস্য বিভাগের পাশাপাশি মৎস্য চাষীদের অগ্রনী ভুমিকা রাখার আহ্বান জানান। সভার পুর্বে র‌্যালীতে সরকারি কর্মকর্তা,বিভিন্ন সামাজিক সংগঠন,এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ