August 23, 2019

টানা ১২৬ ঘণ্টা নেচে বিশ্বরেকর্ড গড়লেন নেপালি তরুণী

১২৬ ঘণ্টা নেচে রেকর্ড গড়া ১৮ বছর বয়সী ওই তরুণীর নাম বন্দনা। তিনি পূর্ব নেপালের ধানকুটা জেলার বাসিন্দা।শনিবার দেশটির রাজধানী কাঠমন্ডুতে রেকর্ড গড়ার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বন্দনার এই বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ।

রেকর্ড গড়ার পরপরই বন্দনাকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।এত দিন এই রেকর্ড ছিল ভারতের কলামন্ডলম হেমলতার দখলে। ২০১১ সালে একটানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ