May 31, 2020

সিলেটের রাতারগুল দেখে মুগ্ধ ফাহমিদা নবী

নিউজ ডেস্ক : শিলং সুপার সিঙ্গার প্রতিযোগিতার বিচারক হওয়ার সুবাদে বর্তমানে সিলেটে অবস্থান করছেন জনপ্রিয় গায়িকা ফাহমিদা নবী।

ব্যস্ততার কোন এক ফাকে চলে গিয়েছিলেন রাতারগুল। সেখান থকে ফিরে মুগ্ধ হয়ে নিজের অনুভতি ফেইচবুক আইডিতে স্ট্যাটাস দিলেন রাতারগুল নিয়ে ।

ফাহমিদা নবীর টাইমলাইন থেকে হুবহু তোলে ধরা হলো …
সিলেটে রাতারগুল নামে দারুন এক নি:শব্দ বনোনদী আছে । অনেকেই জানে ,জানতামনা আমি।

নিজের দেশে এতো মনোরম সৌন্দর্য আনাচে কানাচে টের পাইনা!শহর থেকে মাত্র ২ ঘন্টায় অথবা জ্যাম না থাকলে ১ ঘন্টায় পৌঁছানো যায়। পাড়ে মাঝিরা বসে থাকে পর্যটকদের ঘুড়িয়ে নিয়ে বেড়ায় ।

পাখীর আওয়াজ আর নৌকার বইঠার শব্দ টলটল করে আর গুল্ম গাছগুলো কতো বছরের সাক্ষি দিয়ে অবাক তাকিয়ে থাকে। অদ্ভুত সেই নি:স্বর্গের নি:স্তব্ধতার নিরব শব্দ।

অন্ধকার নামার আগে যে তীব্র গাঢ় নীল আকাশ তার ছায়ায় নৌকা বেয়ে কখন পাড়ে ফিরে এলাম টের পাইনি।
আবার যাবো যদি সুযোগ হয়। #SeylonSuperSinger প্রতিযোগিতার কারনে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ