July 15, 2019

কুলাউড়ায় বায়তুল আমান মসজিদে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের উত্তর বিজলীতে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদে সরকারিভাবে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়নের আওতায় নগদ তিন লক্ষ টাকা আর্থিক বরাদ্দ (অনুদান) প্রদান করা হয়েছে। ১২ এপ্রিল শুক্রবার দুপুরে অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আহমদ, টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক, কুলাউড়া উপজেলা প্রকৌশলী মু. ইসতিয়াক হাসান, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাকিব, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুহসিন, বিশিষ্ট সমাজসেবক হাজ্বী আব্দুল মতলিব, আব্দুল মালিক, সৈয়দ ইদ্রিস, খলিল সরদার, সৌদি আরব যুবলীগ নেতা ও সমাজসেবক মোস্তাক আহমদ বাদশা, সমাজসেবক আনার আহমদ প্রমুখ। উল্লেখ্য, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আহমদের বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালবাগ গ্রামে।

সর্বশেষ সংবাদ