July 15, 2019

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ৮টায় ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. আশরাফুজ্জামান।
ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির সভাপতি মোঃ নুর মিয়ার সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক চম্পক দামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান ও কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসহাবুর ইসলাম শাওন, সাংবাদিক নির্মল এ পলাশ, আহমেদুজ্জামান আলম, সালাহউদ্দিন শুভ, হৃদয় ইসলাম, মোঃ মালিক মিয়া প্রমুখ। সভায় সিএনজি গ্রুপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন কমিটির সাবেক সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি আব্দুর রশীদ, সম্পাদক তফিকুল ইসলাম প্রমূখ। মতবিনিময় সভায় ভানুগাছ চৌমুহনী সিএনজি গ্রুপ কমিটির সকল সদস্য ও সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ