July 15, 2019

কুলাউড়ায় সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন-বৈষম্য নিরসনসহ ১১তম গ্রেড বাস্তবায়নের দাবীতে গতকাল বৃহস্পতিবার কুলাউড়া স্টেশন চৌমুহনীতে ঘন্টাব্যাপী এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশ ব্যাপী মানববন্ধনের ওই কর্মসূচীর অংশ হিসেবে কুলাউড়াতে এই বিশাল মানবন্ধন ও পথসভা করেছেন উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সহকারী শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নজমুল হোসেনের পরিচালনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহিব উদ্দীন চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল মোহাইমিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন, শিক্ষক নেতা খয়রুল আলম কয়ছর, হাবিবুর রহমান, জাকির তফাদার, শরীফ আহমদ, জাকির হোসেন, নুরুল ইসলাম ফয়েজ, পিযুষ কান্তি দত্ত, সহকারী শিক্ষক সমিতির কুলাউড়া উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুল মছব্বির শামীম, সমিতির উপদেষ্ঠা আব্দুল বাছিত, প্রমুখ। বক্তারা অবিলম্বে ১১তম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান। তারা বলেন এই বেতন বৈষম্য দূর করে মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে উৎসাহ প্রদানের মাধ্যমে দেশকে শিক্ষিত উন্নত জাতি উপহার দিতে প্রধান শিক্ষকের পরের গ্রেড অবিলম্বে কার্যকর করার আকুতি তাদের। মানববন্ধন শেষে র‌্যালীসহ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের এই দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়। ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদ।

সর্বশেষ সংবাদ