May 23, 2019

কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালী, মহড়া ও আলোচনা সভা

কমলগঞ্জ প্রতিনিধি : “দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে কমলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রশাসন চত্তর থেকে বের হয়ে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীনের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন। র‌্যালি ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও নানা পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সর্বশেষ সংবাদ