May 23, 2019

সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি

সিলেট প্রতিনিধি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমলেন্দু পাল, সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধ্যক্ষ ডাঃ প্রমথেশ কুমার দাস, সহযোগী অধ্যাপক ডাঃ সুধাসিন্দু দাস, লেকচারার ডাঃ ফজল আহমদ, ডাঃ সোহাগ, প্রশাসনিক কর্মকর্তা কাজী আশরাফুল ইসলাম, হিসাব কর্মকর্তা মুক্তা দেব, হিসাব সহকারী বিদ্যুৎ মজুমদার। এছাড়া ওয়েলফেয়ারের সদস্য ছাড়াও সিলেট ম্যাটস এর সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ