July 21, 2019

কুলাউড়ায় প্রথম দিনে ২২ পরীক্ষার্থী অনুপস্থিত-মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার কিছুই জানেন না!

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার চলমান এসএসসি ও দাখিল পরীক্ষার কোন তথ্যই জানেন না। ২ ফেব্র“য়ারি শনিবার সারাদেশে একযোগে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কুলাউড়া উপজেলার কতজন শিক্ষার্থী অংশ নিয়েছে এবং প্রথম দিনে কতজন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন এসব তথ্যের সঠিক কোন জবাব দিতে পারেননি কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসার। তথ্য দেবার বদলে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার বলেন, পরীক্ষা সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নেই। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তথ্য সংগহ আমার কাছে বোরিং ফিল (বিরক্তবোধ) মনে হয়। এজন্য এসব তথ্য আমার কাছে রাখি না। সব জেলা প্রশাসকের কার্যালয়ে আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমদিনের পরীক্ষায় ৩৯৩৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯১৬ জন অংশ নেয়। অনুপস্থিত ছিলো ২২জন শিক্ষার্থী।
এবার কুলাউড়া উপজেলার তিনটি কেন্দ্রের অধীনে এসএসসিতে ৪ হাজার ২৭৭ জন এবং দাখিলে দুটি কেন্দ্রের অধীনে ৭৬৯জনসহ মোট ৫ হাজার ৪৬জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এসএসসি কুলাউড়া কেন্দ্র-০১ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৬১২জন পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিত ছিলো ৪জন। কুলাউড়া কেন্দ্র-২ আলী আমজদ স্কুল এন্ড কলেজে ১২২৭জন শিক্ষার্থীর মধ্যে ১২২২জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ৫জন। কুলাউড়া কেন্দ্র-০৩ জালালাবাদ উচ্চ বিদ্যালয়ে ৪৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮২জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ২ জন। এছাড়া দাখিল পরীক্ষায় কুলাউড়া কেন্দ্র-০১ মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসায় ২৯৩জন শিক্ষার্থীর মধ্যে ২৮৯জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ৪জন। কুলাউড়া কেন্দ্র-০২ রবিরবাজার দারুসসুন্নাহ আলিম মাদ্রাসায় ৩১৮জন শিক্ষার্থীর মধ্যে ৩১১ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ৭জন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল লাইছ বলেন, নিয়মিত ফরমেটে পরীক্ষার সকল তথ্য আমরা বোর্ডে পাঠিয়ে থাকি। আমরা চাইলে আপনাদের তথ্য দিতে পারি।
মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ মুঠোফোনে বলেন, পরীক্ষা সংক্রান্ত কাজ আমরা করিনা, সবকিছু শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ করে। মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্বের মধ্যে কি পরীক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ পড়েনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, উনি (শিক্ষা অফিসার) চাইলে আপনাদের তথ্য দিতে পারতেন।

সর্বশেষ সংবাদ