July 21, 2019

মা হারা চার কুকুর ছানাকে দুধ খাওয়াচ্ছে গরু (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : গাড়ির নিচে চাপা পড়ে মা মারা গেছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা চার কুকুর ছানাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ। শেষে ওই চার ছানার পাশে দাঁড়াল এক ‘অন্য মা’। ভারতীয় একটি গণমাধ্যম বলছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, একটি গরু স্তন্যপান করাচ্ছে চারটি কুকুরছানাকে। এই চার কুকুর ছানার মা কয়েকদিন আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

এখন সেই কুকুর ছানাগুলোর পাশে বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে ওই এলাকারই একটি গরু। নিজেই স্তন্যপান করাচ্ছে কুকুরছানাগুলোকে।

গরুর দুধ পান করে এখন বেশ সুস্থ সবলই রয়েছে বাচ্চা কুকুরগুলো। এ ঘটনার ভিডিও অনলাইন ছড়িয়ে পড়তেই অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও পশুদের এমন মাতৃত্ববোধের ভিডিও বেশ কয়েকবার ছড়িয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ