May 23, 2019

সানি লিওনের গোসলের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : শুধুমাত্র অভিনয় নয়, নানা কারনেই বারবার সমানে আসতে দেখা গিয়েছে সানি লিওনকে। সাবেক এই পর্ণস্টারকে নিয়ে দর্শকের আগ্রহ সব সময়। সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সে। একটি নতুন ছবি নিয়ে তাকে ঘিরে চলছে আলোচনা। সানি নিজেই ইনস্টাগ্রামে নিজের এটি ছবি পোস্ট করেন।

যেই ছবিটিতে সানিকে দেখা যাচ্ছে ভেজা চুলে, টপলেস অবস্থায়। এমন অর্ধনগ্ন ছবি পোস্ট করেই থেমে থাকেননি এই অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘হ্যালো, আপনি কি আমাকে খুঁজছেন?’

Sunny-lion

আপাতত সানি ‘এমটিভি স্প্লিটসভিলা’-র একাদশতম সিজনের সঞ্চালনা করছেন। সামনেই আসছে তার নতুন তামিল ছবি ‘ভীরামাদেবী’। এই প্রথম তিনি কোনও দক্ষিণী ছবিতে অভিনয় করছেন। এখানে তিনি এক যোদ্ধা রাজকন্যার ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবি তামিল ছাড়াও তেলুগু, কন্নড় ও হিন্দিতেও মুক্তি পাবে। আরও শোনা যাচ্ছে, তিনি অন্য একটি তামিল ছবির জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন।

সর্বশেষ সংবাদ