December 11, 2019

সিলেটে প্রবাসী সমাজ সেবক সংস্থার কমিটি গঠন

সিলেট প্রতিনিধি : সিলেটে প্রবাসীদের সার্বিক উন্নয়নের লক্ষে “প্রবাসী সমাজ সেবক সংস্থা”  বাংলাদেশ নামে সদ্য ঘোষিত প্রবাসী সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ১ ডিসেম্ব  শনিবার দুপুরের দিকে সিলেট শহরের রায়নগরস্থ মিতালী-৭ এর ৩য় তলায় অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির এক সভায় “সৃষ্টিকর্তার লালনে এধরা, প্রবাসীদের কল্যাণে আমরা” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ৩ বছর মেয়াদী ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

দীর্ঘ আলোচনার পর সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে প্রবীন সাংবাদিক হেলাল আহমদ চৌধূরীকে সভাপতি এবং বিশিষ্ট নাট্যজন ও সংগঠক মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন করা হয়।

এতে পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি-সফিকুল ইসলাম চৌধূরী,শেখ লুৎফুর রহমান, কবির আহমদ , সহ-সাধারণ সম্পাদক  এস, এম,জহুরুল ইসলাম, হাবিবুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক-কামাল আহমদ দূর্জয়, সহ-মোঃ গোলাম কিবরিয়া মহিলা বিষয়ক সম্পাদক-মাহমুদা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক-রহিমা আক্তার অর্থ সম্পাদক-আলী কাওছার দপ্তর সম্পাদক-মাহবুবুর রহমান আইন বিষয়ক সম্পাদক-কয়ছর আহমদ প্রচার সম্পাদক-কামরান আহমাদ সাংস্কৃতিক সম্পাদক-ইসরাহা খন্দকার সুমা, সমাজ কল্যাণ সম্পাদক-আখলাছ আহমদ প্রিয়, ক্রীড়া সম্পাদক-আলমগীর হোসেন, সাহিত্য সম্পাদক-সেলিনা বেগম পলি, ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ মঈন-উল ইসলাম শাফিন, সদস্য-মোস্তফা উল্ল্যা, আব্দুর রউফ, শাহরিয়ার চৌধূরী সাব্বির, আলী হোসেন, আব্দুল কাইয়ুম, সাইফুল ইসলাম সুমন, পড়শী রুমি, রুমা রাইসা, সূবর্ণা সরকার ও নাজমা আক্তার প্রমুখ।

সাধারণ সদস্যরা হলেন মিছবাহ উদ্দিন, সুমন আহমদ, আক্তার হোসেন সায়মন, হীরা মিয়া, দিপু আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর চৌধূরী, ফারজানা আক্তার তাহেরা ও পারভেজ আহমদ রাজু প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ