May 23, 2019

ছেলের জন্য দেখা কনেকে বিয়ে করলেন বাবা!

নিউজ ডেস্ক: পাত্রের বয়স ৬৫, পাত্রীর ২১। তাও আবার নিজের ছেলেকে বিয়ে দেয়ার জন্যই ঠিক করেছিলেন পাত্রীকে। কিন্তু, কপালের লিখন কেউ খণ্ডাতে পারলো না। ছেলের জন্য দেখা ওই পাত্রিকেই বিয়ে করে নিলেন বাবা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের বিহারের পাটনার সমশটিপুর জেলায়। জানা গেছে, ওই ব্যক্তির নাম রোশান লাল। পাটনা শাহরেই বাস করেন। ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন তিনি এবং অবশেষে ২১ বছর বয়সী স্বপ্নার সঙ্গে বিয়ের কথা পাকাপাকিও হয়। পাত্রীও একই এলাকায় থাকতেন। দুই পরিবারের সম্মতিতেই ঠিক হয় বিয়ে। মহাধুমধামে শুরু হয় বিয়ের প্রস্তুতি। দুই পরিবারই আমন্ত্রণপত্র বিলি করে। কথামতো বিয়ের দিন উপস্থিত হন অতিথিরাও। নববধূ আশা নিয়ে অপেক্ষা করলেও বরের দেখে মেলিনি। পরে খোঁজাখুঁজি করে জানা যায়, বর তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছেন। ছেলে-মেয়ের পরিবারের কেউই বিষয়টি জানতেন না। বিয়ের অনুষ্ঠানে অসংখ্য অতিথির সামনে দুই পরিবারই লজ্জায় পড়েন। রোশান লাল কনের মা-বাবাকে জিজ্ঞাসা করেন, এখন কী করা যেতে পারে? স্বপ্নার মা-বাবা তাদের সম্মান বাঁচাতে চান এবং বলেন বিয়ের অনুষ্ঠান বন্ধ করা যাবে না। অবশেষে তারা রোশান লালকে অনুরোধ করেন, তিনি যেন তাদের কন্যাকে বিয়ে করেন। চিন্তিত রোশান লাল প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যান।

সর্বশেষ সংবাদ