July 21, 2019

নবীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী ও কাঠ মিস্ত্রী অভির ইসলাম ধর্ম গ্রহন

আজিজুল ইসলাম সজীব : নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের মনি সুত্রধর এর ছেলে অভি সুত্রধর স্বইচ্ছায় ৮ জুন শুক্রবার ইসলাম ধর্ম গ্রহন করেছেন। জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারের ফার্নিচার ব্যবসায়ী ও কাঠ মিস্ত্রী অভি সুত্রধর এক সপ্তাহ আগে হবিগঞ্জ কোর্টে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহন করেন। তার নতুন নাম রাখা হয়েছে সুলতান আহমদ। গতকাল সে তার ওয়ার্ডের মেম্বার আব্দুল মুকিতের মাধ্যমে আউশ কান্দি হিরাগঞ্জ বাজার জামে মসজিদে গিয়ে তাহার স্বইচ্ছায় মসজিদেও পেশ ইমাম মাওলানা আব্দুল হাদির কাছে কালিমা পড়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম  ধর্ম গ্রহন করে। পরে সে শুক্রবার মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। মসজিদের ইমাম তার নতুন নাম দিয়েছেন সুলতান আহমদ। এখন থেকে সে সবার কাছে সুলতান আহমদ নামে পরিচিত হবে। এব্যাপারে নও মুসলিম সুলতান আহমদ জানায়, সে স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহন করেছে। সে আরো জানায়, আমার কাছে মনে হয়েছে ইসলাম সত্য ও ন্যায়ে পথে অবিচল তাই সত্য ধর্ম গ্রহন করেছি আর মুর্তি পুজাকে ত্যাগ করেছি। আল্লাহ যেন আমাকে সত্যের পথে চলার তৌফিক দেন।

সর্বশেষ সংবাদ