February 24, 2020

অর্থমন্ত্রী একজন সৎ মানুষ: আজাদ

40881_ajadস্টাফ রিপোর্টার  : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যাপক প্রশংসা করেছেন ব্যবসায়ী নেতা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, অর্থমন্ত্রী একজন সৎ মানুষ। তিনি নির্বাচন করেন। কারো কাছ থেকে টাকা নেন না। অনেক কষ্ট করে চলেন। এ ধরনের একজন সৎ মানুষকে উৎসাহিত না করলে ভালো লোকজন দেশের মঙ্গলে এগিয়ে আসতে নিরুৎসাহিত হবে। অর্থমন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার শাহজালাল ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে ব্যাংকটির চেয়ারম্যান একে আজাদ সরাসরি কারো নাম উল্লেখ না করে বলেন, আজকের পত্রিকায় দেখলাম মাননীয় অর্থমন্ত্রীর সততা নিয়ে একজন প্রশ্ন তুলেছেন। এতে মর্মাহত হয়েছি। অর্থমন্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হলে বাংলাদেশের অর্থনীতি ডেনমার্কের মতো হতো বলেও মন্তব্য করেন তিনি। পরে নিজে বক্তৃতা দিতে দাঁড়িয়ে দেশের ব্যাংকিং খাতের সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) নিয়ে নানা কথা বললেও আজাদের মন্তব্যের বিষয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে কোন কথা না বলেই চলে যান মুহিত। বুধবার এক অনুষ্ঠানে অর্থমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তোলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত।

সর্বশেষ সংবাদ